রাজ্যে ফের ভোটের দামামা! ১০ জুলাই ভোট, ফল ঘোষণা ১৩-য়
২৪ ঘন্টা | ১১ জুন ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোট মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ১০ জুলাই উপনির্বাচনের ভোটগ্রহণ। চার কেন্দ্রের ভোটের ফল ঘোষণা ১৩ জুলাই। ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের আগে রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদার বিধাযক বিশ্বজিত্ দাস। অন্যদিকে, ২০২১ এর বিধানসভা ভোটে মানিকতলা কেন্দ্রের ফলাফল নিয়ে মামলা করেন কল্যাণ চৌবে। সম্প্রতি সেই মামলা তুলে নেন কল্যাণ। সেই কারণেই এই চার কেন্দ্রে উপনির্বাচন।
লোকসভা ভোটের প্রার্থী হওয়ায় ইস্তফা দেন রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদার বিধাযক বিশ্বজিত্ দাস। অন্য দিকে একুশের এর বিধানসভা ভোটে মানিকতলা কেন্দ্রের ফলাফল নিয়ে মামলা করেন কল্যাণ চৌবে। সম্প্রতি সেই মামলা তুলে নেন কল্যাণ। তারপরই এই চার আসন ফাঁকা হয়। সেই কারণেই উপনির্বাচন। লোকসভা ভোট মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলায় উপনির্বাচন ১০ জুলাই। গণনা ১৩ই জুলাই। লোকসভায় জয়ী বিধায়কদের ৬ কেন্দ্রেও একইসঙ্গে উপনির্বাচনের দাবি তৃণমূলের। এদিকে মানিকতলা উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কুণাল ঘোষ, পরেশ পালের। শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা নিয়ে আপত্তি তৃণমূল নেত্রীর। খবর সূত্রের। মানিকতলায় শেষমেষ তৃণমূলের প্রার্থী কে? নজর রাজনৈতিক মহলের।