• ট্রেনে ওঠার সময় মায়ের হাত ফসকে রেল লাইনে পড়ল কিশোরী, বাদ গেল ২টি পা
    হিন্দুস্তান টাইমস | ১১ জুন ২০২৪
  • দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনের ভোগান্তি এখন হাওড়া ও মেদিনীপুরবাসীর গা সওয়া হয়ে গিয়েছে। এবার সেই অব্যবস্থায় ২টি পা হারাল এক কিশোরী। মঙ্গলবার সকালে হাওড়া - খড়গপুর শাখার হাউর স্টেশনের ঘটনার। প্রচণ্ড ভিড়ে মায়ের হাত ফসকে ট্রেনের নীচে চলে যায় নাবালিকা। তখন ট্রেনটি চলতে শুরু করলে বাদ যায় তার পা ২টি।

     

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজের মতো মঙ্গলবারও দক্ষিণ – পূর্ব রেলের খড়গপুর শাখার ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলছিল। স্টেশনে স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়। দেরিতে চলায় ট্রেনের ভিতরেও তিল ধারণের জায়গা ছিল না। হাউর স্টেশনেও ছিল প্রবল ভিড়ের চাপ। তারই মধ্যে মায়ের হাত ধরে ট্রেনে ওঠার চেষ্টা করছিল কিশোরী। ধাক্কাধাক্কিতে মায়ের হাত ফসকে যায় সে। এর পর ট্রেন ও প্ল্যাফর্মের মাঝের ফাঁক দিয়ে রেল লাইনে পড়ে যায় কিশোরী। কেউ কিছু বুঝে ওঠার আগেই চলতে শুরু করে ট্রেন। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দেখা যায়, কিশোরী বেঁচে থাকলেও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার ২টি পা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পা ছাড়াও কিশোরীর মাথায় আঘাত লেগেছে।

    দক্ষিণ – পূর্ব রেলের হাওড়া - খড়গপুর ও হাওড়া - আমতা শাখায় অনিয়মিত ট্রেন চলাচল কোনও নতুন ঘটনা নয়। এক বছরের বেশি সময় ধরে এই নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। হাওড়া ঢোকার আগে ট্রেনগুলিকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে রেলের তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)