• এল স্বস্তির খবর, মঙ্গলবার রাতেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হতে পারে বৃষ্টি
    হিন্দুস্তান টাইমস | ১১ জুন ২০২৪
  • অবশেষে এল স্বস্তির খবর। বর্ষা না ঢুকলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হতে পারে ঝড় - বৃষ্টি। এদিন জারি এক পূর্বাভাসে এমনই জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা।

    দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে চলছে তীব্র গরম। তাপমাত্রার সঙ্গে দোসর হয়েছে প্রবল আপেক্ষিক আর্দ্রতা। যার জেরে ঘেমে নেয়ে একাকাকার অবস্থায় দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির অপেক্ষায় সবাই যখন আকাশের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন তখনই এল স্বস্তির খবর। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।

    সোমবার সন্ধ্যায় নদিয়া জেলার একাংশে ঝড়বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বর্ধমান জেলার একাংশে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু বৃষ্টির দেখা নেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। মঙ্গলবার সন্ধ্যার পর শেষ পর্যন্ত বৃষ্টি নামলে দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলবে বলাই যায়।

    সাধারণত দক্ষিণবঙ্গে ১০ জুন বর্ষা ঢোকে। উত্তরবঙ্গে ঢোকে ৫ জুন। এবছর উত্তরবঙ্গে ৭ দিন আগে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা জানা যাবে বৃহস্পতিবার।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)