• 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
    হিন্দুস্তান টাইমস | ১১ জুন ২০২৪
  • মিঠাই ধারাবাহিকের হাত ধরে তাঁর পথচলা শুরু হয়েছিল। প্রথম ধারাবাহিকেই তিনি যেন পাশের বাড়ির মেয়েটি হয়ে ওঠেন। চরিত্রের মধ্য দিয়ে সকলের নন কেড়ে নেন। তবে সেই ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি পা রাখেন বড় পর্দায়। দেবের হাত ধরে প্রধান ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ হয় তাঁর। সেখানে প্রথম ছবি হওয়া সত্বেও রুমি চরিত্রের মাধ্যমে নজর কেড়েছেন সবার। তবে তাঁর কাছে ইতিমধ্যেই বুমেরাং, বাঘা যতীন ইত্যাদি ছবির অফার গিয়েছিল কিন্তু তিনি সেগুলো ফিরিয়ে দেন। প্রধান ছবির পর এবার তাঁকে সোজা দেখা যাবে ১০ জুন ছবিতে। কিন্তু সেই ছবি মুক্তির আগেই কি তিনি রাজনীতিতে পা রাখতে চলেছেন? কী জানালেন?

    এবারের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের বিভিন্ন প্রার্থী হয়ে প্রচার করতে দেখা গিয়েছে সৌমিতৃষা কুণ্ডুকে। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গেও তিনি প্রচার চালিয়েছেন। তবে এটাই প্রথম নয়, আগেও নানা সময় তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন তিনি। তবে এবার দেবের প্রচারে দেখা যায়নি তাঁকে। কিন্তু কেন? এই প্রসঙ্গে তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন 'দেব দা আমায় ডাকেননি। তবে ওই সময় ভীষণ গরম ছিল তো তাই হয়তো ডাকেননি। অনেকটা যেতে হতো আমায়। দেব দা এসব নিয়ে খুবই ভাবনা চিন্তা করেন। তবে রাজ দার সঙ্গে প্রচারে গিয়েছি। আসলে এই ইন্ডাস্ট্রিতে দেব দা, রাজ দা এঁরা আমার অভিভাবকের মতো। কোনও সমস্যা হলেই ওদের থেকেই আমি সঠিক পরামর্শ পাই।'

    নিজে কখনও রাজনীতিতে আসবেন কিনা প্রসঙ্গ উঠল মিঠাইরানি জানান, 'কেউ কখনও যদি আমায় যোগ্য মনে করেন নিশ্চয় করব। আমি মানুষের সেবা করতে চাই। তার জন্য সবসময় আছি। আমি কেন, সবার থাকা উচিত। পদ বা থাকলেও কাজ করা উচিত। পদ থাকলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। অনেক তাড়াতাড়ি করা যায় সেই কাজটা যেটা আমি করতে চাইছি। কিন্তু আমি সত্যিই রাজনীতি করতে চাই কিনা কখনও ভেবে দেখিনি সেভাবে।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)