• Bengal Pro T20 League 2024: জানুন বিস্তারিত সূচি, সময়, কী ভাবে দেখবেন ম্যাচ
  হিন্দুস্তান টাইমস | ১১ জুন ২০২৪
 • বেঙ্গল প্রো টি২০ লিগের উদ্বোধনী সংস্করণ শুরু হচ্ছে ১১ জুন থেকে। শেষ হবে ২৮ জুন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আয়োজিত আট দলের এই টুর্নামেন্টটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে আরসিবি অল-রাউন্ডার আকাশ দীপের নেতৃত্বে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স মুখোমিখখি হহে মনোজ তিওয়ারির দল হারবার ডায়মন্ডসের।

  প্রতিটি দল গ্রুপ পর্বের সাতটি ম্যাচ খেলবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে যাবে। প্রথম স্থানে থাকা দলটি প্রথম সেমিফাইনালে চতুর্থ স্থানে থাকা দলের মুখোমুখি হবে। আ দ্বিতীয় স্থান অধিকারী দলটি অন্য সেমিফাইনালে তৃতীয় স্থান অধিকারকারী দলের মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে ২৮ জুন।

  আটটি দল পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শহর এবং জেলাগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। দলগুলি হল: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, হারবার ডায়মন্ডস, রশ্মি মেদিনীপুর উইজার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, মুর্শিদাবাদ কিংস, শ্রাচি রাড় টাইগার্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা।

  শিলিগুড়ির আকাশ দীপ এবং হারবারের মনোজ তিওয়ারির ছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার।

  কবে থেকে শুরু: ১১ জুন, ২০২৪

  কোথায় হবে ম্যাচগুলি: কলকাতার ইডেন গার্ডেন্সে

  কখন হবে: দুপুর ১.০০টা এবং সন্ধ্যে ৭:০০টা থেকে ম্যাচগুলি শুরু হবে

  কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে: জিও সিনেমাতে (Jio Cinema)

  কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখানো হবে: স্পোর্টস ১৮-তে (Sports18)

  ১১ জুন (মঙ্গলবার)- সন্ধ্যে সাতটায়, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম হারবার ডায়মন্ডস

  ১২ জুন (বুধবার)- দুপুর ১টায়, সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম রশ্মি মেদিনীপুর উইজার্ডস

  ১২ জুন (বুধবার)- সন্ধ্যে সাতটায়, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম লাক্সশ্যাম কলকাতা টাইগার্স

  ১৩ জুন (বৃহস্পতিবার)- দুপুর ১টায়, মুর্শিদাবাদ কিংস বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স

  ১৩ জুন (বৃহস্পতিবার)- সন্ধ্যে সাতটায়, হারবার ডায়মন্ডস বনাম শ্রাচি রাড় টাইগার্স

  ১৪ জুন (শুক্রবার)- দুপুর ১টায়, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম সোবিস্কো স্ম্যাশার্স মালদা

  ১৪ জুন (শুক্রবার)- সন্ধ্যে সাতটায়, রশ্মি মেদিনীপুর উইজার্ডস বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স

  ১৫ জুন (শনিবার)- দুপুর ১টায়, শ্রাচি রাড় টাইগার্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স

  ১৫ জুন (শনিবার)- সন্ধ্যে সাতটায়, হারবার ডায়মন্ডস বনাম মুর্শিদাবাদ কিংস

  ১৬ জুন (রবিবার)- দুপুর ১টায়, রশ্মি মেদিনীপুর উইজার্ডস বনাম লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

  ১৬ জুন (রবিবার)- সন্ধ্যে সাতটায়, সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স

  ১৭ জুন (সোমবার)- দুপুর ১টায়, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম হারবার ডায়মন্ডস

  ১৭ জুন (সোমবার)- সন্ধ্যে সাতটায়, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

  ১৮ জুন (মঙ্গলবার)- দুপুর ১টায়, মুর্শিদাবাদ কিংস বনাম সোবিস্কো স্ম্যাশার্স মালদা

  ১৮ জুন (মঙ্গলবার)- সন্ধ্যে সাতটায়, শ্রাচি রাড় টাইগার্স বনাম রশ্মি মেদিনীপুর উইজার্ডস

  ১৯ জুন (বুধবার)- দুপুর ১টায়, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম হারবার ডায়মন্ডস

  ১৯ জুন (বুধবার)- সন্ধ্যে সাতটায়, সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম শ্রাচি রাড় টাইগার্স

  ২০ জুন (বৃহস্পতিবার)- দুপুর ১টায়, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স

  ২০ জুন (বৃহস্পতিবার)- সন্ধ্যে সাতটায়, রশ্মি মেদিনীপুর উইজার্ডস বনাম মুর্শিদাবাদ কিংস

  ২১ জুন (শুক্রবার) দুপুর ১টায়, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম শ্রাচির রাড় টাইগার্স

  ২১ জুন (শুক্রবার)- সন্ধ্যে সাতটায়, রশ্মি মেদিনীপুর উইজার্ডস বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স

  ২২ জুন (শনিবার)- দুপুর ১টায়, হারবার ডায়মন্ডস বনাম সোবিস্কো স্ম্যাশার্স মালদা

  ২২ জুন (শনিবার)- সন্ধ্যে সাতটায়, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম মুর্শিদাবাদ কিংস

  ২৩ জুন (রবিবার)- দুপুর ১টায়, হারবার ডায়মন্ডস বনাম রশ্মি মেদিনীপুর উইজার্ডস

  ২৩ জুন (রবিবার)- সন্ধ্যে সাতটায়, মুর্শিদাবাদ কিংস বনাম লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

  ২৪ জুন (সোমবার)- দুপুর ১টায়, শ্রাচি রাড় টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স

  ২৪ জুন (সোমবার)- সন্ধ্যে সাতটায়,  সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম সোবিস্কো স্ম্যাশার্স মালদা

  ২৫ জুন (মঙ্গলবার)- দুপুর ১টায়, শ্রাচি রাড় টাইগার্স বনাম মুর্শিদাবাদ কিংস

  ২৬ জুন (বুধবার)- দুপুর ১টায়, সেমিফাইনাল ১

  ২৬ জুন (বুধবার)- সন্ধ্যে সাতটায়, সেমিফাইনাল ২

  ২৮ জুন (শুক্রবার)- সন্ধ্যে সাতটায়, ফাইনাল
 • Link to this news (হিন্দুস্তান টাইমস)