• SANK: ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় নিহত ৩৮, নিখোঁজ ১০০
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনা। হর্ন অব আফ্রিকা থেকে আসা অন্তত ৩৮ জন শরণার্থী নিহত হয়েছেন। এছাড়া আরেও ১০০ জন নিখোঁজ রয়েছেন। জীবিতরা বলেছেন, প্রায় ২৫০ জনের জাহাজটি প্রবল হাওয়ার কারণে ডুবে যায়। নৌকায় যারা ছিল তারা সবাই অভিবাসী। বেশিরভাগ মানুষ ইথিওপিয়া থেকে উপসাগরীয় রাজ্যগুলিতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে।ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা বলেছেন, ‘নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়। মৎস্যজীবী এবং বাসিন্দারা ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে পেরেছেন। তারা জানিয়েছেন, একই নৌকায় তাদের সঙ্গে থাকা আরও ১০০ জন নিখোঁজ রয়েছে।’
  • Link to this news (আজকাল)