• Malawi: বিমান দুর্ঘটনায় মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সহ নিহত ১০
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিমান দুর্ঘটনায় পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ জন। মঙ্গলবার দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস নাউ। এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের কার্যালয় ও মন্ত্রিসভা থেকে সাধারণ জনগণকে জানাতে চাই, সোমবার নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ ১০ জনকে আজ সকালে চিকানগাওয়ায় পাওয়া গেছে।’ গতকাল রাজধানী লিলঙউই থেকে বায়ুসেনার একটি বিমান ওড়ার পর রেডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ছিলেন ৫১ বছর বয়সী উপরাষ্ট্রপতি, তাঁর স্ত্রী এবং আরও ৮ জন। রাজধানী লিলঙউই ছাড়ার পর বিমানটি জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ মিনিট পর বিমানটির নামার কথা ছিল।
  • Link to this news (আজকাল)