FIRE: ব্যাঙ্ককের বিখ্যাত বাজারে আগুন, মারা গেল ১ হাজার প্রাণী
আজকাল | ১২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের ব্যাঙ্ককের বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড । এতে অন্তত এক হাজার প্রাণী মারা গেল। সেইসঙ্গে পুড়ে যায় অন্তত ১০০টি দোকান। খাঁচায় থাকা পাখি, কুকুর, বিড়াল, সাপ পুড়ে মারা গেছে। এছাড়া ইঁদুর, অজগর ও টিকটিকিও মারা গেছে। জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এতে কোনও মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।চাতুচাক বাজারের সরু গলিতে হাজার হাজার দোকান রয়েছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাজার এবং থাইল্যান্ডের বাজারগুলির মধ্যে বৃহত্তম ও সর্বাধিক পরিচিত। প্রতি শনিবার ও রবিবার প্রায় ২ লক্ষ পর্যটক এখানে আসে। পোষা প্রাণী বিক্রির বাজারের অংশটি সপ্তাহজুড়েই খোলা থাকে।