Wriddhiman Saha: বাংলার হয়ে আবার রঞ্জি খেলতে চান, নেতৃত্ব নিয়ে কী বললেন ঋদ্ধি?...
আজকাল | ১২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ঘরের ছেলে ঘরে ফিরেছে। মাঝে অভিমান করে দু'বছর বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন। সৌরভ গাঙ্গুলির অনুরোধে আবার ফিরেছেন বাংলায়। বেঙ্গল প্রো টি-২০ লিগই হবে ঋদ্ধিমান সাহার প্রত্যাবর্তনের মঞ্চ। রেশমী মেদিনীপুর উইজার্ডস দলের মার্কি প্লেয়ার হিসেবে দেখা যাবে তাঁকে। প্রথমে এই জায়গায় ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি চোট পাওয়ায় তাঁর জায়গায় মার্কি প্লেয়ারের স্থান নিয়েছেন ঋদ্ধি। আবার রঞ্জিতে বাংলার হয়ে খেলতে চান। ঋদ্ধিমান বলেন, 'বাংলায় খেলে ক্রিকেটজীবন শুরু করেছিলাম। চাকরি ক্ষেত্রে অনেক আত্মত্যাগ করেছি। আবার বাংলার হয়ে খেলার সুযোগ পেলে ভাল করার চেষ্টা করব।' মনোজ তিওয়ারির অবসরের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়নি। সেখানে হঠাৎ তাঁর সামনে বাংলাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে এলে কি গ্রহণ করবেন? ঋদ্ধিমান বলেন, 'আমি অতীত এবং ভবিষ্যত নিয়ে ভাবি না। শুধু বর্তমান নিয়ে চিন্তা করি। তাই এইসব নিয়ে ভাবছিই না।' ইডেনে অনুশীলন শুরু করেছেন। কিন্তু কোনও কর্মকর্তার সঙ্গে দেখা হয়নি। যার ওপর অভিমান করে চলে গিয়েছিলেন, তাঁর সঙ্গেও না। আপাতত ঋদ্ধির পরিধি শুধু মাঠ এবং সাজঘর। দু'বছর পরে একদা নিজের পুরোনো স্টেডিয়ামে ফিরে দেখছেন, অনেক কিছুই বদলে গিয়েছে। এই প্রসঙ্গে ঋদ্ধি বলেন, 'সিএবিতে আগে যা দেখে গিয়েছিলাম, তার থেকে এখন অনেক বদল হয়েছে। সাজঘরের চেয়ার বদলে গিয়েছে। আগে যা দেখে গিয়েছিলাম, সেটা এখন আর নেই। এরমধ্যে ইডেনে আমি আইপিএল খেলেছি। কিন্তু আইপিএলে খেলা আর ক্লাব ক্রিকেট খেলা সম্পূর্ণ আলাদা। এখনও কোনও কর্তার সঙ্গে দেখা হয়নি।' ঋদ্ধির দাবি, রাজ্য ছেড়ে গেলেও মাঝের দু'বছর বাংলা তাঁর মন থেকে মুছে যায়নি। অনেক সতীর্থের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। পাশাপাশি বাংলার ম্যাচের দিন স্কোরের খবরাখবর নিতেন। ঋদ্ধি বলেন, 'আমি মাঝের দু'বছর না থাকলেও সবসময় চেয়েছি বাংলা ভাল খেলুক। আমার জন্ম, বেড়ে ওঠা সব এখানেই। আমি আর সুদীপ বাংলার ম্যাচ নিয়ে আলোচনা করতাম। স্কোরের খবর রাখতাম। বাংলার অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল। বাংলা-ত্রিপুরা ম্যাচের সময় সবার সঙ্গে দেখা হত। শুধু সাজঘর বদলে গিয়েছিল। বাংলা গত কয়েক বছর খুব ভাল খেলছে। আশা করছি আগামীতেও আমরা এই সাফল্য ধরে রাখতে পারব।' আবার বাংলায় ফেরার পেছনে সৌরভ গাঙ্গুলি এবং নিজের স্ত্রী রোমিকেই যাবতীয় কৃতিত্ব দেন। আপাতত তাঁর লক্ষ্য বেঙ্গল প্রো টি-২০ লিগ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ঋদ্ধিমান সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রেশমী মেদিনীপুর উইজার্ডসের মেন্টর লক্ষ্মীরতন শুক্লা। ছিলেন ছেলে এবং মেয়েদের দলের অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় এবং কাশিস আগরওয়াল। এছাড়াও ছিলেন দুই দলের কোচ এবং কর্তারা।ছবি: অভিষেক চক্রবর্তী