• রাঢ় টাইগার্সের জার্সি উন্মোচন, বেঙ্গল প্রো লিগ নিয়ে আশাবাদী শাহবাজ-দিন্দারা...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। নতুন টুর্নামেন্টের বল গড়ানোর কয়েক ঘণ্টা আগে উন্মোচন এল রাঢ় টাইগার্সের জার্সি। মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ পাতিল, শাহবাজ আহমেদ, অশোক দিন্দারা।‌ ছিলেন শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। জার্সির রং লাল হলুদ, তারমধ্যে কালো স্ট্রাইপ। রাঢ় মাটির রং এবং বাঘের গায়ের রংয়ের মিশ্রণে বানানো হয়েছে জার্সি। খেলাতেও বাঘের তেজ এবং ক্ষিপ্রতা বজায় রাখতে চায় রাঢ়ের বাঘেরা। রাহুল টোডি বলেন, 'আমরা বাংলার ক্রিকেটের জন্য কিছু করতে চাই। আশা করব আগামী কয়েক বছরে এই টুর্নামেন্ট বড় আকারে হবে। বেঙ্গল প্রো লিগ বাংলার ক্রিকেটে পেশাদারিত্ব আনবে। বাঘের যেমন তেজ এবং ক্ষিপ্রতা থাকে, আশা করব আমাদের দলের প্লেয়ারদেরও সেটা থাকবে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত। সন্দীপ পাতিলের মতো পরামর্শদাতা আছে। দিন্দা, শাহবাজের মতো ক্রিকেটাররা আছে যাদের আরও বড় লিগ খেলার অভিজ্ঞতা আছে। আমাদের লক্ষ্য অবশ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়া। তবে এই টুর্নামেন্ট ভবিষ্যতের তারকা তৈরি করবে।' ছেলে এবং মেয়েদের আটটি দল নিয়ে প্রথমবার শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। মঙ্গলবার নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শাহবাজ আমেদ। রাঢ় টাইগার্স দলের মার্কি ক্রিকেটার শাহবাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ আব্দুল মুনায়েম এবং পুরো রাঢ় টাইগার্সের ছেলেদের এবং মেয়েদের দল। মেয়েদের দলে তিতাস সাধু থাকলেও চোটের জন্য চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলতে পারবেন না তিনি। 
  • Link to this news (আজকাল)