• India-Pakistan: 'এই প্লেয়ারদের বাড়িতে বসিয়ে রাখা উচিত', বাবরদের নিয়ে বীতশ্রদ্ধ পাকিস্তানের কিংবদন্তি...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে হারার পর পাকিস্তান দলের তুলোধোনা করলেন ওয়াসিম আক্রম। কোনও রাখঢাক না করেই জানান, মহম্মদ রিজওয়ানের কোনও ম্যাচ সতর্কতা নেই। ১২০ রান তাড়া করতে নেমেও হার মেনে নিতে পারছেন না কিংবদন্তি বোলার। তাঁর দাবি, যশপ্রীত বুমরাকে নিজের উইকেট ছুড়ে দেন রিজওয়ান। আক্রম বলেন, 'দশ বছর ধরে ওরা ক্রিকেট খেলছে। আমি ওদের কিছু শেখাতে পারব না। রিজওয়ানের কোনও ম্যাচ সতর্কতা নেই। ওর জানা উচিত ছিল উইকেট তুলে নেওয়ার জন্য বুমরাকে বল দেওয়া হয়েছে। ওর বলগুলো সতর্কভাবে খেলা উচিত ছিল। কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দেয়। পাকিস্তানি প্লেয়াররা মনে করে, ওরা ভাল না খেললে কোচ ছাঁটাই করে দেওয়া হবে, ওদের কিছুই হবে না। এবার সময় হয়ে গিয়েছে কোচদের রেখে পুরো দলটাকে ছেঁটে ফেলার।' পাকিস্তানের হারের পর আরও একটি বিষয়ের খোলসা করেন আক্রম। তিনি জানান, দলের অনেক ক্রিকেটারই একে অপরের সঙ্গে কথা বলে না। একই সঙ্গে দাবি করেন, এমন প্লেয়ারদের জাতীয় দলের হয়ে না খেলে বাড়িতে বসে থাকা উচিত। এই প্রসঙ্গে আক্রম বলেন, 'দলে এমন প্লেয়ারও আছে যারা একে অপরের সঙ্গে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। আর তুমি দেশের হয়ে খেলছো। এমন প্লেয়ারদের বাড়িতে বসিয়ে রাখা উচিত।' শেষ আটের আশা জিইয়ে রাখতে আয়ারল্যান্ড এবং কানাডার বিরুদ্ধে পরের দুটো ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। একইসঙ্গে নিজেদের বাকি দুটো ম্যাচের মধ্যে একটা হারতেই হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমেরিকা তাঁদের বাকি দুটো ম্যাচই হারলে, রানরেটে ফয়সালা হবে। 
  • Link to this news (আজকাল)