• ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন কবে' জানালেন নির্বাচন কমিশনার ...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • নিতাই দে, আগরতলা : ত্রিপুরায় বর্তমান পঞ্চায়েতের মেয়াদ আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনের চলছে কাজ। উল্লেখ্য সবে মাত্র শেষ হল দেশের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে দেশে এনডিএ সরকার গঠন হয়েছে। লোকসভা নির্বাচনের ত্রিপুরা দুটি আসনে ও বিজেপি দল জয়ী হয়েছে। এবার ত্রিপুরায় শুরু হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ত্রিপুরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। ত্রিপুরাতে ৬ হাজার ৩৭০ টি গ্রাম পঞ্চায়েত আসন রয়েছে। ৩৫টা পঞ্চায়েত সমিতিতে ৪২৩ টি আসন রয়েছে। আটটি জেলা পরিষদের ১১৬ টি আসনে নির্বাচন হবে। রাজ্যের নির্বাচন কমিশনার শ্রী চৌধুরী বলেন ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েতের মেয়াদ আগস্ট মাসের প্রথম সপ্তাহর দিকে শেষ হচ্ছে। সঠিক সময়ে নির্বাচন ঘোষণা এবং অনুষ্ঠিত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে ৩৫টি ব্লকের খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। ৩৫টি ব্লকে মোট ভোটার রয়েছেন ১২ লক্ষ ৯৫ হাজার ৮৬ জন। ২৫ টি ব্লকে ভোটকেন্দ্র রয়েছে ২৬৫০ টি। পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার কাজ শেষ হলে রাজ্য নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার ছাপাতে শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোটারের সংখ্যা রয়েছেন ৬ লক্ষ্য ৩৬ হাজার ৬২ জন, পুরুষ ভোটার আছেন ছয় লক্ষ ৫৯ হাজার ১৩ জন এবং অন্যান্য ভোটার রয়েছেন ১১ জন। আগামী ২৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি করার পর রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছেন কমিশন।
  • Link to this news (আজকাল)