• UGC: ইউজিসি-র নতুন নিয়মে উপকৃত হবে পড়ুয়ারা
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববিদ্যালয় এবং উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার ছাত্র-ছাত্রীদের ভর্তি নিতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বর্তমান নিয়ম অনুযায়ী বছরে একবারই পড়ুয়ারা এই সব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। ইউ জি সি-র চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বোর্ডের ফল ঘোষণায় বিলম্ব, স্বাস্থ্য বা ব্যক্তিগত সমস্যার কারণে যারা ভর্তি হতে পারেননি, সেই সব শিক্ষার্থীরা উপকৃত হবেন। আগামী শিক্ষাবর্ষের জুলাই-আগস্ট এবং জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে এই ভর্তি প্রক্রিয়া চলবে।পৃথিবীর অন্য বহু দেশের বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার করে ভর্তির প্রক্রিয়া চালু রয়েছে। ভারতে এ রকম চালু হলে আখেরে দেশের পড়ুয়াদেরই সুবিধা হবে বলেই মনে করছেন কুমার। তিনি জানিয়েছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সংযোগ বৃদ্ধি পাবে। দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে পড়ুয়া বিনিময় করতেও পারবে। অর্থাৎ এক দেশের পড়ুয়া অন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে পারবে। এর ফলে এ দেশের পড়ুয়াদের বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে সুবিধা হবে।
  • Link to this news (আজকাল)