• বচসার জের, চন্দননগরে যুবককে পিটিয়ে খুন
    আজকাল | ১২ জুন ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: বচসা থেকে হাতাহাতি। পিটিয়ে খুনের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। দুই পথচারীর বচসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মৃত যুবকের নম সুপ্রিয় সাঁতরা। বাড়ি ভদ্রেশ্বর থানার অন্তর্গত বিঘাটি এলাকায়। মঙ্গলবার বিকেলে সুপ্রিয় সাঁতরার সঙ্গে ভদ্রেশ্বরের বাসিন্দা গৌতম দাসের বচসা হয় ভদ্রেশ্বর স্টেশন রোডে। কারণ রাস্তায় চলার সময় সুপ্রিয়র গাড়িতে ধাক্কা লেগে পড়ে যান গৌতম। কেন ধাক্কা, তা নিয়ে শুরু হয় বচসা। অশ্রাব্য গালিগালাজ করেন গৌতম। বচসা চলার সময় গৌতমকে লোহার কিছু একটা দিয়ে মাথায় আঘাত করেন সুপ্রিয়। মাথা ফেটে যায় তাঁর। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। তখন সুপ্রিয় নিজের গাড়ি করে গৌতমের চিকিৎসা করাতে চন্দননগর হাসপাতালে নিয়ে আসেন। চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। চিকিৎসার পর গৌতমকে সঙ্গে নিয়ে হাসপাতালের গেটে অপেক্ষা করছিলেন সুপ্রিয়। ওদিকে আহত গৌতমের ছেলে ও তাঁর পরিজনরা ঘটনার খবর পেয়ে চন্দননগর হাসপাতালে চলে আসেন। কেন তাঁর বাবাকে মেরে মাথা ফাটানো হল, এই নিয়ে বাদানুবাদ শুরু হয় সুপ্রিয়র সঙ্গে। কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন সুপ্রিয়কে। হাসপাতাল গেটেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই কয়েকজন মিলে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে সুপ্রিয়র। তার পরেই ভদ্রেশ্বর বিঘাটিতে চলে আসেন যুবকের পরিবার ও গ্রামের লোকজন। এদিকে মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। চন্দননগর থানার পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ দায়ের হয় চন্দননগর থানায়। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)