• ‌‌ফরাক্কা থেকে এক লক্ষ টাকার জাল ‌নোট উদ্ধার, ধৃত এক
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জাল নোট সহ ধৃত এক। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) আধিকারিকরা মুর্শিদাবাদের ফরাক্কা থানার ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে প্রায় এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিকাশ মণ্ডল (৩৭)। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। এসটিএফের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, বিকাশ মণ্ডল নামে এক যুবক বিপুল পরিমাণ জাল নোট নিয়ে ফরাক্কা হয়ে বিহার যাওয়ার চেষ্টা করছে। বিকাশ মণ্ডল যখন বিহার যাওয়ার জন্য বাস ধরতে ফরাক্কা বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করছিল, সেই সময় এসটিএফের আধিকারিকরা ওই যুবককে ঘিরে ধরেন। যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৯৯ হাজার ৫০০ টাকার জাল নোট। নোটগুলো সবই ৫০০ টাকার। ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা গেছে বাংলাদেশ থেকে ভারতে এই জাল নোট নিয়ে আসা হয়। ধৃতের বিরুদ্ধে ফরাক্কা থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এসটিএফ। জালনোট পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে এসটিএফ। 
  • Link to this news (আজকাল)