আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন মনোরঞ্জন ব্যাপারী। আহ্বান জানাল বিজেপি। হুগলি বলাগড়ের এই বিধায়ককে সরাসরি দলে যোগ না দিতে বললেও রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেন তাঁদের বিজেপি সঙ্গে নিয়েই রাখে। প্রসঙ্গত, বলাগড়ের এই বিধায়ক বারবার দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁর বিভিন্ন লেখা অস্বস্তিতে ফেলেছে তাঁর দলকে। আগামী বিধানসভা নির্বাচনেও তিনি টিকিট পাবেন কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মনোরঞ্জন নিজেই। লোকসভা নির্বাচনে হুগলিতে তৃণমূলের ভাল ফল হওয়া সত্ত্বেও তাঁর বিধানসভায় ঘাসফুল শিবিরের পিছিয়ে পড়ার জন্য কেউ কেউ তাঁর দিকে আঙুল তুলছেন বলেও জানা যায়। যদিও বলাগড়ের বিধায়কের দাবি, তাঁকে ভোটের প্রচারে থাকতে দেওয়া হয়নি। ফল দায় তাঁর ওপর চাপানো যায় না। তাঁর অভিমান, বলাগড়ে না লড়েই তাঁরা হেরে গিয়েছেন। যদিও মনোরঞ্জন জানিয়েছেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি।