আজকাল ওয়েবডেস্ক: ‘যোগ্যশ্রী’ প্রকল্পে রাজ্যের সংখ্যালঘু, ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য রাজ্যের তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য চালু করা হয় ‘যোগ্যশ্রী’ প্রকল্প। এতদিন এই প্রকল্পে রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পেতেন। প্রকল্পের বিপুল সাফল্যের পর, বাকি ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার একথা নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর সকলকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, “যোগ্যশ্রীর এই বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে এই প্রকল্পকে আমরা আরও বড় আকারে নিয়ে আসছি। রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে। যেখানে আমার দুহাজার এস, এসটি ছেলেমেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলেমেয়েরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে-মেয়েরা আরও অনেক বেশি সংখ্যায় ইঞ্জিনিয়ার-ডাক্তার হবে এটাই আমি চাই। এবার যুক্ত হবে সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরির ছেলেমেয়েরাও। সবার জন্য আমার অভিনন্দন রইল।”