• বাড়ল ডিএ, কথা রাখলেন মমতা
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল রাজ্য সরকার। ১ মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের। তা পেতেও শুরু করেছেন তাঁরা। এর মাঝেই নয়া ঘোষণা করল অর্থদপ্তর। তারা জানিয়েছে, বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাওয়া যাবে ১ এপ্রিল থেকেই। অনেকে মনে করছে, আগামী মাসের বেতনে এর প্রতিফলন থাকবে।উল্লেখ্য, মে-র বদলে এপ্রিল থেকে কার্যকর করবে বর্ধিতাহারে ডিএ। লোকসভা ভোটের প্রচারে গিয়ে একথা জানিয়েছিলেন মমতা। ভোট মিটতেই সেই কথা রাখলেন মমতা। জামাইষষ্ঠীর আগে বাড়তি খুশি রাজ্য সরকারি কর্মীদের। 
  • Link to this news (আজকাল)