আজকাল ওয়েবডেস্ক: বাণিজ্যিক গাড়ির এককালীন পথকর জমা দিলে ১৫-৪০ শতাংশ ছাড় পাবেন গাড়ির মালিকরা। সম্প্রতি নবান্নের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কর ছাড় সংক্রান্ত এই বিল আগেই বিধানসভায় পাস হয়েছিল। কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা যায়নি।বিজ্ঞপ্তি অনুসারে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যদি কেউ তিন বছরের ট্যাক্স একবারে জমা করেন, তা হলে ১৫ শতাংশ, ৫ বছরের ট্যাক্স জমা দিলে ৩০ শতাংশ আর ১০ বছরের ট্যাক্স দিলে ৪০ শতাংশ কর ছাড়ের সুবিধা মিলবে। এরফলে এককালীন গাড়ির ট্যাক্স জমায় মানুষ আরও উৎসাহী হবেন এবং সামগ্রিকভাবে পরিবহণ কর বাবদ সরকারের রোজগার অনেকটাই বাড়বে বলে আশা করছেন সকলে।