• আদালতে ঝুলতে থাকা ৬ সাংসদের ভাগ্যই শেষ করে দিতে পার রাহুল-অখিলেশের স্বপ্ন
    দৈনিক স্টেটসম্যান | ১২ জুন ২০২৪
  • লখনউ, ১১ জুন: উত্তরপ্রদেশে মোদি-শাহের জুটিকে টেক্কা দিয়েছে রাহুল-অখিলেশ জুটি৷ উত্তরপ্রদেশে বিরোধী জোট ইন্ডিয়ার অভাবনীয় সাফল্যের পরেও কালো মেঘের ছায়া বিরোধী শিবিরে৷ কারণ ইন্ডিয়া জোটের অন্তত ৬ জন নবনির্বাচিত এমন সাংসদ আছেন যাঁদের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা৷ ফলে যেকোন সময়ে মামলার বিচারে তাঁদের ২ বছর অথবা তার বেশি কারাবাসের সাজা হতে পারে৷ আর এমনটা হলেই এই ৬ সাংসদের সংসদীয় জীবনের মোটামুটি ইতি ঘটে যাবে৷ এক্ষেত্রে রাহুল গান্ধির উদাহরণ দেওয়াই যায়৷ খোদ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি সদস্যপদ খারিজ হয়েছিল মামলার জেরে৷

    জোটের যে ৬ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে তাদের সবার ওপরে রয়েছে আফজল আনসারির নাম৷ গাজিপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদ ইতিমধ্যেই গ্যাংস্টার আইন মামলায় চার বছরের সাজাযোগ্য দোষী সাব্যস্ত হয়ে রয়েছেন৷ গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তাঁর সাজার উপর স্থগিতাদেশ দেওয়ায় তিনি ভোটে লড়তে পেরেছেন৷ গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে এই মামলার ফের শুনানি হবে৷ যদি হাইকোর্টে নিম্ন আদালতের রায় বহাল থাকে, তাহলে আনসারি লোকসভা সদস্যপদ হারাবেন৷
    এরপর রয়েছেন ধর্মেন্দ্র যাদব, যিনি আজমগড় কেন্দ্র থেকে জিতেছেন৷ তাঁর নামে চারটি ফৌজদারি মামলা চলছে৷ তাঁরও যদি কোনও একটি মামলায় ২ বছরের সাজা হয়, তাহলে লোকসভার চাকরিটি হারাবেন৷ বাবু সিং কুশওয়া জৌনপুর কেন্দ্রের এমপি নির্বাচিত হয়েছেন৷ প্রায় ১০ বছর রাজনীতি থেকে স্বেচ্ছানির্বাসিত বাবু সিংয়ের বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে৷ তার মধ্যে ৮টিতে চার্জ গঠন করা হয়েছে৷ মায়াবতী জমানার এই মন্ত্রী বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্ত৷

    রামভুয়াল নিশাদ সুলতানপুরে বিজেপি প্রার্থী মানেকা গান্ধিকে ধরাশায়ী করে জিতেছেন৷ তাঁর বিরুদ্ধে চলছে ৮টি মামলা৷ তার মধ্যে একটি হল গ্যাংস্টার আইনে৷ আরও এক সমাজবাদী পার্টির প্রার্থী হলেন বীরেন্দ্র সিং৷ ইনি প্রাক্তন মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডেকে পরাজিত করে জিতেছেন৷ চান্ডৌলি লোকসভা কেন্দ্রের এই এমপির বিরুদ্ধেও রয়েছে ফৌজদারি মামলা৷ তাতে যদি তিনি দোষী সাব্যস্ত হল তাহলে লোকসভা থেকে বরখাস্ত অবশ্যম্ভাবী৷

    কংগ্রেসের ইমরান মাসুদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে৷ সাহারানপুরের এই এমপির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ দুটি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করাও হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া জোটের এই ৬ জন ছাড়াও আজাদ সমাজ পার্টির চন্দ্রশেখর আজাদ হলেন সপ্তম জন৷ নাগিনা সংরক্ষিত কেন্দ্র থেকে জেতা আজাদের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা চলছে৷ তিনিও যদি কোনও মামলায় দোষী সাব্যস্ত হন তো রাহুল-অখিলেশের উত্তরপ্রদেশে স্বপ্ন শেষ৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)