• Bengal Pro T20 League: ট্রফি নিয়ে এলেন ঝুলন, ফাঁকা মাঠেই শুরু বেঙ্গল প্রো টি-২০ লিগ...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুরু হল বাংলার ক্রিকেটের এক নতুন অধ্যায়। শুরু হয়ে গেল বেঙ্গল প্রো টি-২০ লিগ। আইপিএলের আদলে বাংলার নতুন টি-২০ টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে ইডেনে হল উদ্বোধনী অনুষ্ঠান। ক্রিকেটের সঙ্গে বিনোদন রাখতে হাজির ছিলেন টলিউডের নতুন জুটি জিৎ এবং রুক্মিণী। ছিলেন বলিউডের নুসরত ভারুচাও। মিনিট সাতেকের নাচ-গান। নিজেদের আসন্ন সিনেমা 'বুমেরাং'এর গানে প্রথমে কোমর দোলান জিৎ, রুক্মিণী। তারপর সংক্ষিপ্ত পারফরম্যান্স নুসরতের। তবে মন ভরল না। ফাঁকা মাঠ। কোনও টিকিটের বিষয় রাখেনি সিএবি। ক্রিকেট ভক্তদের অগাধ প্রবেশ। কিন্তু স্টেডিয়াম ফাঁকা। বেঙ্গল প্রো টি-২০ লিগের সঙ্গে জড়িতদের হাজিরা ছিল ক্লাব হাউজের লোয়ার টিয়ারে। বাকি মাঠ পুরো ফাঁকা। তারমধ্যেই হল মিনিট কুড়ির উদ্বোধনী অনুষ্ঠান। যার শুরুতেই ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন ঝুলন গোস্বামী। একে একে সিএবির কর্তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। তারপর হল ফটোশুট। ছেলেদের এবং মেয়েদের আট দলের অধিনায়কের সঙ্গে পরিচয় পর্ব চলে। ছেলে মেয়ে মিলিয়ে মোট ১৬ দলের ক্রিকেটাররা ট্রফির সঙ্গে ছবি তোলেন। মনোজ তিওয়ারি বাকি অধিনায়কদের ফেয়ার প্লের শপথ নেওয়ান। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল প্রো টি-২০ লিগের ঢাকে কাঠি পড়ে গেল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মন্ডস।
  • Link to this news (আজকাল)