আজকাল ওয়েবডেস্ক: তিনদিনে দ্বিতীয়বার জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। এবার কাঠুয়া জেলায় হামলা চালাল সন্ত্রাসবাদীরা। মঙ্গলবারের হামলায় তিনজন গ্রামবাসী আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম এক জঙ্গি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হীরানগর এলাকার সাইদা গ্রামে। এক বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। সেই বাড়িতেই এক জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। কােন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, কাঠুয়ার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। যে বাড়িতে হামলা চালিয়েছে, সেই গৃহকর্তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। উল্লেখ্য, রবিবার সন্ধেয় রিয়াসিতে জঙ্গি হামলায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৩ জন। যে হামলার তদন্ত এখনও জারি রয়েছে। এর মাঝেই কাঠুয়ায় হামলা চালাল সন্ত্রাসবাদীরা।