• মালবাজারে মিলল প্যাঙ্গোলিনের হদিশ
    আজকাল | ১২ জুন ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: মালবাজারের তেশিমালার একটি পুকুরের পাশে পাওয়া গেল প্যাঙ্গোলিন। দেহে বড় মাছের মতো, আঁশযুক্ত, পিঁপড়েভুক স্তন্যপায়ী প্যাঙ্গোলিন গ্রাম বাংলায় 'বনরুই' নামেও পরিচিত। মঙ্গলবার দুপুরে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ডেমকাঝোড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে বিরল প্রজাতির এই জন্তুটিকে উদ্ধার করা হয়।জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকার বাসিন্দা জনৈক আব্দুল সামাদের পুকুরের পাশে প্যাঙ্গোলিনটিকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যান। জঙ্গলের আর্দ্র শীতল এলাকায় থাকা এক বিরল প্রজাতির প্রানীটা কীভাবে ওই এলাকায় এল তা নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে। মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের রেঞ্জার কিশলয় বিকাশ দে জানান, প্যাঙ্গোলিনটিকে প্রাথমিক ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। এর পর সেটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটি সুস্থ বলে নিশ্চিত হলে জঙ্গলের উপযুক্ত স্থানে সেটিকে ছেড়ে দেওয়া হবে"।
  • Link to this news (আজকাল)