• Rishikesh:‌ প্ল্যাস্টিকের ব্যাগে মোড়ানো কাটা হাত–পা, ঋষিকেশ স্টেশনে ট্রেন থেকে উদ্ধার দেহাংশ...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্দোরের প্যাসেঞ্জার ট্রেন থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর ছিন্নভিন্ন দেহ। কিন্তু হাত–পা’‌র সন্ধান মেলেনি। সোমবার বিকেলে ঋষিকেশ স্টেশন থেকে উদ্ধার হয় কাটা দেহের আরও কিছু অংশ। প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল কাটা হাত, পা। মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ। এই দেহাংশ একই তরুণীর কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। রেল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইন্দোরের লক্ষ্মীবাইনগর থেকে একটি ট্রেন ঋষিকেশ স্টেশনে পৌঁছয়। সেই ট্রেন থেকে উদ্ধার করা হয় একটি সন্দেহজনক ব্যাগ। পুলিশ ব্যাগ খুলে দেখে, তার মধ্যে রয়েছে কাটা হাত–পায়ের অংশ। প্রসঙ্গত, রবিবার ইন্দোর স্টেশনে একটি যাত্রিবাহী ট্রেন থেকে দু’টি ট্রলি ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছিল এক তরুণীর দেহের ছিন্নভিন্ন অংশ। এদিকে, সোমবার বিকেলে দেহাংশ উদ্ধার হওয়ার পর পুলিশের দাবি, এগুলি একই তরুণীর দেহ। শনাক্তকরণের জন্য দেহাংশের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পুলিশের অনুমান, মৃত তরুণী গুজরাট কিংবা মধ্যপ্রদেশের সীমানা এলাকার বাসিন্দা। সেখান থেকে সম্প্রতি ২০ থেকে ২৫ বছর বয়সি কোনও তরুণী নিখোঁজ হয়েছেন কি না তার খোঁজ নিতে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)