• ‌Terror Attack: ‌‌উপত্যকায় ফের জঙ্গি হামলা, এবার ডোডায় সেনাবাহিনীর পোস্টে গুলিবর্ষণ জেহাদিদের, শহিদ এক জওয়ান ...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই অব্যাহত। এই নিয়ে তিন দিনে তৃতীয়বার উপত্যকায় হামলা চালাল জঙ্গিরা। মঙ্গলবার সন্ধেয় কাঠুয়া জেলায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার আগে রবিবার রিয়াসিতে জঙ্গি হামলা ঘটে। তাতে মারা যান ১০ জন পুণ্যার্থী। এদিকে জানা গেছে, কাঠুয়ায় হামলার কয়েক ঘণ্টা পরেই জম্মু–কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর পোস্টে হামলা চালায় জঙ্গিরা। এমনটাই খবর। তারপরই দু’‌পক্ষের গুলির লড়াই শুরু হয়। তাতে পাঁচ জওয়ান ও এক পুলিশ অফিসার আহত হয়েছেন। এর আগে কাঠুয়ার হামলার এক জঙ্গিকে খতম করেছিল জওয়ানরা। জানা গেছে কাঠুয়ায় হামলায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। আর ডোডার ছত্রগোলায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলজের জওয়ানদের ক্যাম্পে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলির লড়াই এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। 
  • Link to this news (আজকাল)