• Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু ২ ভারতীয়র
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু হয়েছে দুই ভারতীয়ের। আজ রাতে বিবৃতি দিয়ে জানাল বিদেশ মন্ত্রক। দুজনেই রুশ সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। তাঁদের নিয়োগ করেছিল রাশিয়া সরকার। নিহত দুই ভারতীয়ের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য মস্কোতে ভারতীয় দূতাবাসের মাধ্যমে রাশিয়া সরকারের ওপর চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ায় সেনা বাহিনীতে যুক্ত সমস্ত ভারতীয়কে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মস্কোতে ভারতীয় দূতাবাস এবং দিল্লির দূতাবাসের মাধ্যমে রুশ সরকারকে চাপ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে ভারতীয় নাগরিকদের যাতে রুশ সেনা বাহিনীতে নিয়োগ না করা হয়, সে ব্যাপারেও রুশ সরকারের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। রাশিয়ায় চাকরির প্রস্তাব এলে সতর্কভাবে তা বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
  • Link to this news (আজকাল)