বিরিয়ানি প্ল্যাটার থেকে বাঙালি থালি, জামাইষষ্ঠীতে শহরের কোন রেস্তরাঁর মেনুতে কী চমক থাকছে?
আনন্দবাজার | ১২ জুন ২০২৪
বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম হল জামাইষষ্ঠী। হাতে আর মাত্র একটা দিন। রাত পোহালেই ঘরে ঘরে চলবে জামাই আদরের পর্ব। জামাইষষ্ঠী মানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাইকে খাওয়ানো। এখন থেকেই অনেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। অনেক শাশুড়ি আবার এত প্রস্তুতির মধ্যে না গিয়ে জামাই আদর সারতে ভরসা রাখেন রেস্তরাঁর উপর। আপনারও কি তেমনই পরিকল্পনা? জেনে নিন, জামাইষষ্ঠী উপলক্ষে শহরের বিভিন্ন রেস্তরাঁর মেনুতে বিশেষ কী থাকছে।
বিরিয়ানি ক্যান্টিন: জামাই কি বিরিয়ানিপ্রেমী? তা হলে কিন্তু কিন্তু বিশেষ দিনের ভোজ সারতে ঘুরে আসতে পারেন ইএম বাইপাসের ধারে ‘দ্য বিরিয়ানি ক্যান্টিন’ থেকে। জামাইষষ্ঠী উপলক্ষে রেস্তরাঁর মেনুতে থাকছে কলকাতা চিকেন বিরিয়ানি, পোটলম মটন বিরিয়ানি, হায়দরাবাদি মটন বিরিয়ানি, দহি কে শোলে, মুর্গ রোজ়ালি কবাব, গোস্ত সিগার কবাব এবং জাফরানি ফিরনির মতো বাহারি সব পদ।
হায়াত সেন্ট্রিক: জামাই আদরের জন্য এলাহি আয়োজন করতে চান? তা হলে কিন্তু দুপুর কিংবা রাতের ভোজটা সারতে পারেন বালিগঞ্জের ‘হায়াত সেন্ট্রিক’-এর ‘যাযাবর’ রেস্তরাঁয়। সেখানকার বিশেষ দিনের ভোজের মেনুতে থাকছে শা ফালে, পনির খুরচন, লোটাস স্টেম ঘস্সি, চিকেন পাতা-পোড়া, সাগ মিট। শেষপাতে থাকবে ছানা পোড়া, ঘেওয়র টার্ট, শাঁখ সন্দেশ।
দ্য ভোজ কোম্পানি: জামাইকে জমিয়ে বাঙালি কায়দায় ভূরিভোজ করাবেন? তা হলে কিন্তু সল্টলেকের দ্য ভোজ কোম্পানিতে এক বার ঢুঁ মারতে পারেন। ৮৯০ টাকার মধ্যেই পেয়ে যাবেন জামাইয়ের স্পেশ্যাল থালি। এই রেস্তরাঁর ১৪৫০ টাকার থালিতেও রয়েছে রকমারি পদ। ইলিশ, ভেটকি, পাবদা, চিংড়ি, মটন— কী নেই সেই থালিতে! জামাইয়ের জন্য ফলাহারের ব্যবস্থাও রয়েছে।
আহারে বাঙালি: ৫০০ টাকার মধ্যেই জামাইকে থালা সাজিয়ে খাওয়াতে চাইলে চলে যেতে পারেন হাতিবাগানের ‘আহারে বাঙালি’ রেস্তরাঁয়। জামাইষষ্ঠী স্পেশাল থালিতে আপনি পেয়ে যাবেন ভাত, ডাল, শুক্তো, চিংড়ির মালাইকারি, মটন কষা, চাটনি, পাপড়, মিষ্টি। এ ছাড়াও এই রেস্তরাঁর ডাব চিংড়ি, ধনেপাতা বাটা পাবদা, চিতল পেটির ঝালের মতো পদগুলিও চেখে দেখার মতো।
আমিনিয়া: জামাইকে বিরিয়ানি খাওয়াতে হলে ‘আমিনিয়া’য় এক বার ঢুঁ মারতেই পারেন। জামাইষষ্ঠী উপলক্ষে এই রেস্তরাঁয় বিভিন্ন রকমের স্পেশ্যাল প্ল্যাটারের আয়োজন করা হয়েছে। মটন প্ল্যাটার, চিকেন প্ল্যাটারের সঙ্গে পেয়ে যাবেন হায়দরাবাদি প্ল্যাটার ও লখনউ প্ল্যাটার। প্রতিটি প্ল্যাটারেই থাকবে রকমারি বিরিয়ানি, কবাব, পরোটা, চিকেন কিংবা মটনের পদ, মিষ্টি আর শরবত। বাড়িতে জামাইয়ের বরণ সেরে খাওয়াদাওয়াটা করতেই পারেন এখানে।