• প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ চাত্তুনি, সবুজ-মেরুনকে প্রথম জাতীয় লিগ জিতিয়েছিলেন তিনি
    আনন্দবাজার | ১২ জুন ২০২৪
  • ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন টিকে চাত্তুনি। প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ। বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৬ বছর। সবুজ-মেরুন ব্রিগেডকে প্রথম বার জাতীয় লিগ জিতিয়েছিলেন কেরল থেকে আসা চাত্তুনি।

    ১৯৯৭ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল সালগাওকার। সেই দলের কোচ ছিলেন চাত্তুনি। পরের বার অমল দত্তের জায়গায় বাগান কোচ করে আনে চাত্তুনিকে। সে বছরই মোহনবাগান জেতে তাদের প্রথম জাতীয় লিগ।

    কেরলের ছেলে চাত্তুনি ভাস্কো, ওরকে মিলস, সেকেন্দ্রাবাদের হয়ে খেলেছেন। জাতীয় দলেও খেলেছেন তিনি। ১৯৭৩ সালে মারডেকা কাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। সন্তোষ ট্রফি খেলেছেন সার্ভিসেস, গোয়া ও মহারাষ্ট্রের হয়ে।

    খেলোয়াড় জীবনের মতো কোচিং জীবনেও বেশ কিছু ক্লাবের দায়িত্ব নিয়েছেন তিনি। কেরল পুলিশ, কোচি এফসি, সালগাওকর, মোহনবাগান, ভিভা কেরলের মতো দলের কোচ ছিলেন তিনি। কলকাতায় বেশি দিন কোচিং না করালেও শহরে এলেই সবুজ-মেরুন তাঁবুতে যেতেন চাত্তুনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবল মহলে।
  • Link to this news (আনন্দবাজার)