• Joe Biden: ‌দোষী সাব্যস্ত বাইডেনের ছেলে, হতে পারে ২৫ বছরের জেল
    আজকাল | ১২ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দোষী সাব্যস্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। হতে পারে ২৫ বছরের জেল। বন্দুক কেনার সময় মাদক সংক্রান্ত বিষয়ে ভুল তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ডেলাওয়ার প্রদেশ আদালত ফৌজদারি মামলার তিনটি অভিযোগে হান্টারকে দোষী সাব্যস্ত বলে রায় দিয়েছে। এর ফলে তাঁর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে। প্রসঙ্গত, মার্কিন ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের সন্তান কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলেন। বিচারক হান্টার বাইডেনের সাজা ঘোষণার কোনও দিন নির্ধারণ করেননি। তবে সাধারণত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে বলে জানান তিনি। গত ৩ জুন ডেলাওয়ারের ফেডারেল আদালতে হান্টারের বিচার শুরু হয়। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য ও মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি অপরাধে গত বছর অভিযুক্ত হয়েছিলেন তিনি। ডেলাওয়ারের ডিস্ট্রিক্ট কোর্টে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছিল, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনে হান্টার জানান, তিনি আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারী নন। কোনও মাদক বা উত্তেজক দ্রব্যেও আসক্ত নন। অথচ তিনি জানতেন, এর সবই মিথ্যা। ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়ারের বন্দুকের দোকানে কোল্ট রিভলবার কেনার সময় হান্টার ওই মিথ্যা তথ্য দেন। তিনি ১১ দিন বন্দুকটি নিজের কাছে রেখেছিলেন। তবে হান্টার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। মঙ্গলবার আদালত হান্টারকে দোষী সাব্যস্ত করার পর তাঁর বাবা জো বাইডেন একটি বিবৃতি দিয়ে বলেছেন, তিনি মামলার রায় মেনে নিয়েছেন এবং বিচার প্রক্রিয়াকে সম্মান করবেন। হান্টার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বলেও জানান তিনি। 
  • Link to this news (আজকাল)