• ভূমিকম্প দক্ষিণ কোরিয়ায়
    আজকাল | ১২ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভূমিকম্পে কাঁপল দক্ষিণ কোরিয়া । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.‌৮। বুধবারের এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। কোরিয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ কম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল বুয়ান কাউন্টির চার কিলোমিটার দক্ষিণে এবং সিউল থেকে প্রায় ২০৫ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের পরেই দেশবাসীকে সতর্কবার্তা পাঠানো হয়। ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতিবেশী জাপানের তুলনায় কোরীয় উপদ্বীপে খুব কমই ভূমিকম্প হয়। সেখানে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.‌৮। 
  • Link to this news (আজকাল)