• India-USA: আজ সামনে 'মিনি ভারত', শেষ আটের টিকিট হাতে পেতে মরিয়া রোহিতরা ...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপে একনম্বরে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয়ের পর পাকিস্তানের সঙ্গে দুরন্ত প্রত্যাবর্তন। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রকে হারালেই শেষ আটের টিকিট পাকা। শুনে হয়তো মনে হবে সহজ ম্যাচ। বিশ্বক্রিকেটের অন্যতম শক্তির বিরুদ্ধে ক্রিকেটের লিলিপুটদের লড়াই। তবে খুব সহজ নাও হতে পারে। দুই ম্যাচে দুটো জয় আমেরিকার। পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। বিপক্ষের অধিনায়ক মনাঙ্ক প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত। এছাড়াও দলে ৫-৬ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে। যার মধ্যে অন্যতম সৌরভ নেত্রাভালকার‌। যে পাকিস্তানকে সুপার ওভারে হারানোর কান্ডারী। ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বাঁ হাতি পেসার আমেরিকার সেরা অস্ত্র। রয়েছেন হরমীত সিং, জসদীপ সিংও। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে 'মিনি ভারত' বলা চলে। তাঁদের হারিয়ে সুপার এইটের ছাড়পত্র সংগ্রহ করতে মরিয়া থাকবে ভারতীয় দল। এই ম্যাচও সেই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে। সুতরাং পিচ নিয়ে আতঙ্ক থাকছেই। যদিও পাকিস্তান ম্যাচ শেষে রোহিত জানিয়েছিলেন, আয়ারল্যান্ড ম্যাচের থেকে উইকেট ভাল ছিল। বুধবারও তেমনই পিচের আশায় থাকবে ভারতীয় দল। দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন হয়তো ভাঙা হবে না। তবে বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ জিতলেও বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় থিঙ্কট্যাংক। আইপিএলে ওপেন করলেও ভারতের জার্সিতে এত বড় মঞ্চে প্রথমবার ওপেন করতে দেখা যাচ্ছে কোহলিকে। কিন্তু প্রথম দুই ম্যাচে ব্যর্থ। যা সচরাচর হয় না। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে। এখনও নাসাউয়ের পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বিরাট। চলতি বিশ্বকাপে নিউইয়র্কে এটাই ভারতের শেষ ম্যাচ। মার্কিনিদের বিরুদ্ধে আইপিএলের ফর্ম ফিরে পেতে মরিয়া থাকবেন কোহলি। ম্যাচ জেতার পাশাপাশি তাঁর ছন্দে ফেরার দিকেও তাকিয়ে থাকবেন রোহিতরা। 
  • Link to this news (আজকাল)