আজকাল ওয়েবডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে দুটি আসন থেকে ভোটে জিতেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু বর্তমানে তিনি দ্বিধাগ্রস্ত। ওয়েনাড এবং রায়বরেলি কোন আসনটি তিনি ধরে রাখবেন তা নিয়ে চিন্তায় খোদ রাহুলই। তবে তিনি বলেন, তিনি যে সিদ্ধান্তই নিন না কেন দুটি কেন্দ্রের মানুষরাই যেন খুশি হন। কেরালায় একটি মিছিলে তিনি বলেন, দ্বিতীয়বারের জন্য ওয়েনাডবাসী তাঁকে নির্বাচিত করেছেন সেজন্য তিনি তাঁদের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, মোদির মত নিজেকে ভগবান মনে করার ইচ্ছা নেই আমার। দেশের মানুষই আমার কাছে ভগবানের সামিল। তাঁদের জন্যেই আমি কাজ করব। তবে দুটি কেন্দ্রের মধ্যে থেকে কোন আসনটি তিনি বেছে নেবেন তা শীঘ্রই মানুষ জানতে পারবেন।