আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে জলের সমস্যার মধ্যেই নতুন উদ্বেগ। মাথা চাড়া দিয়ে উঠেছে ট্যাঙ্কার মাফিয়া। জল নিয়ে যে কালোবাজারি চলছে তা নিয়ে রীতিমতো উদ্বেগ দিল্লির সরকার। দিল্লির জল মন্ত্রী আতীশি জানিয়েছেন বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাপপ্রবাহের মধ্যে জলের হাহাকার চলছে। সেখানে মাফিয়ারা যদি নিজেদের ফায়দা তুলতে চায় তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ট্যাঙ্কারের জল লিটার প্রতি বিক্রি করছে কালোবাজারিরা। মন্ত্রী জানান, দিল্লিতে জলের স্তর অনেক নিচুতে নেমে গিয়েছে। ফলে পানীয় জল তুলতেও অনেকটা সমস্যা হচ্ছে। ট্যাঙ্কার মাফিয়ারা বিকল্প পথে হাঁটছে। বিভিন্ন স্থানে তাঁরা অবৈধ উপায়ে জল তুলছে। সেই জল তাঁরা বেশি দামে সাধারণ মানুষকে বিক্রি করছে। ফলে প্রবল সমস্যায় পড়ছেন আমজনতা।