Murshidabad: মুর্শিদাবাদে ফের উদ্ধার বিপুল জাল নোট, গ্রেপ্তার এক
আজকাল | ১২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জাল নোট পাচার করতে গিয়ে ফের মুর্শিদাবাদে গ্রেপ্তার এক যুবক। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে বৈষ্ণবনগর থানার এক যুবককে জাল নোট পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯৭টি ৫০০ টাকার জাল নোট। ধৃত যুবকের নাম সানাউল হক ওরফে সেনাউল (২১)। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার বাবুপাড়া এলাকায়। সূত্রের খবর, সানাউল হক বেশ কিছুদিন ধরেই জাল নোট পাচারের ক্যারিয়ার হিসেবে কাজ করত। কয়েকদিন আগে সে জাল নোটের একটি বড় ‘কনসাইনমেন্ট’ নিয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে গিয়েছিল পাচারের জন্য। কিন্তু ঝাড়খন্ডে সমস্ত জাল নোট পাচার করতে পারেনি। মঙ্গলবারে রাতে বাকি টাকা নিয়ে সে আবার মালদা ফিরে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এবং সামশেরগঞ্জ থানার পুলিশ তাকে ধুলিয়ান বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানান, বাংলাদেশ থেকে এই জাল নোট আনা হয়েছিল। প্রসঙ্গত সোমবার রাতেই এসটিএফ ফরাক্কা থানা এলাকায় অভিযান চালিয়ে মালদার কালিয়াচক থানা এলাকার এক যুবককে প্রায় ১ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করেছিল।