আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে ঘটল বিপত্তি। চলন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসের একটি কামরা থেকে ভেঙে পড়ল এসি। ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা থমকে যায় ট্রেন।মঙ্গলবার রাতে শিয়ালদহ থেকে রওনা দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। মাঝপথে বিকট শব্দ করে বি ২ কামরায় ভেঙে পড়ে সিলিং এসি। হইচই শুরু হয়ে যায় কামরায় থাকা যাত্রীদের মধ্যে। বরাতজোড়ে কারও চোট লাগেনি। এক বৃদ্ধা একটুর জন্য বেঁচে যান। যেদিকে এসিটি ভেঙে পড়ে, তার উল্টোদিকেই ছিলেন তিনি। এই ঘটনায় রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। অন্যদিকে, মঙ্গলবার রাতে শিয়ালদহে রুপোর গহনা সহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে আরপিএফ। ধৃতদের নাম আদর্শ দাস ও দীপেন্দু মণ্ডল। উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ১৮ কিলো রুপোর গহনা।