• Accident: ‌রায়গঞ্জে লরির সঙ্গে বোলেরোর সংঘর্ষ, মৃত চার
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রায়গঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন চার জন। চিকিৎসাধীন অন্তত আট জন। তার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায়। জানা গেছে, রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা বুলারানি সরকার। বছর দুয়েক আগে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিয়ে হয় তাঁর মেয়ের। কিন্তু বিয়ের পর থেকেই মেয়ের শ্বশুরবাড়িতে ছিল একাধিক সমস্যা। সমস্যা মেটাতে সালিশি সভার জন্য পঞ্চায়েত সদস্যকে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বুলারানি দেবী। সেই মতো মঙ্গলবার রাতে পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারের উদ্দেশে রওনা হন তাঁরা। কিন্তু রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। ইটাহার থেকে ডালখোলাগামী একটি লরি মুখোমুখি ধাক্কা দেয় বোলেরো গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার সকালে সেখানেই মারা যান আরও দু’‌জন। মৃতরা হলেন প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, দুলালি সরকার, বুলারানি সরকার। আট জন হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে রাজকুমার সরকারের অবস্থা আশঙ্কাজনক। 
  • Link to this news (আজকাল)