• পাট ক্ষেতে চিতাবাঘের হামলায় আহত কৃষক
    আজকাল | ১২ জুন ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: পাট ক্ষেতে ছাগল ঢুকেছে ভেবে তাড়াতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ফালাকাটা ব্লকের ধনীরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদনী কুড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় কৃষক সুবল রায় সকালে উঠে ক্ষেতের মাচায় লাগানো ধুন্দলের পাতা কাটতে জমিতে গিয়েছিলেন। তিনি দেখেন পাশেই থাকা তার পাট খেত তছনছ হয়ে আছে। তিনি ভেবেছিলেন পাট খেতে হয়তো ছাগল ঢুকছে। ছাগল তাড়াতে পাট ক্ষেতের ভেতর ঢুকেই তার চক্ষু চড়কগাছ। দেখেন ক্ষেতের ভেতর শুয়ে আছে একটি চিতা বাঘ। বাঘ দেখেই পিছন ফিরে দৌঁড়ে পালাতে যাবার মুহূর্তে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। পিঠে থাবা বসিয়ে রক্তাক্ত করে দেয়। কোনও মতে তিনি পালিয়ে প্রাণ বাঁচান। স্থানীয়রা ছুটে এসে তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান, সেখানেই তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দলগাঁও রেঞ্জ এবং বিন্নাগুড়ি রেঞ্জের বন কর্মীরা। আসেন জটেশ্বর ফাঁড়ির পুলিশ। যদিও বন দপ্তরের কর্মীর ক্ষেতের ভেতর তল্লাশি চালিয়ে বাঘের হদিশ পাননি। বাঘটি অন্য কোথাও লুকিয়ে পড়েছে বলে তাঁরা মনে করছেন।দলগাঁও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, 'খবর পেয়ে আমরা এবং বিন্নাগুড়ি বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। সেখানে হামলার ঘটনা ঘটেছিল সেখানে চিতাবাঘ ধরার একটি খাঁচা পাতা হচ্ছে। এছাড়া আমরা এলাকাটির উপর বিশেষ নজর রাখছি।'
  • Link to this news (আজকাল)