• Abhishek Banerjee: চিকিৎসার কারণে রাজনীতি থেকে সাময়িক বিরতি, ঘোষণা অভিষেকের ...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয়ের পর বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার ঘোষণা করলেন, রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। চিকিৎসার কারণে এই ছোট বিরতি বলেই জানিয়েছেন তিনি। তবে আশাবাদী, এই সময়ের মধ্যে রাজ্য সরকার সাধারণ মানুষের চাহিদা পূরণে নিরন্তর কাজ করবে। আজ এক্স প্যান্ডেলে লম্বা পোস্টে অভিষেক লিখেছেন, চিকিৎসার জন্য সংগঠনের কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। তবে এই সময়কালে সাধারণ মানুষের কী কী চাহিদা, তা আরও ভাল ভাবে বোঝার চেষ্টা করবেন। রাজ্য সরকারের প্রতি তাঁর আস্থা, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করবে এবং তাঁরা যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। সম্ভবত, রুটিন চেকআপের জন্য বিরতি নিতে পারেন। চিকিৎসার জন্য কোথায় যাচ্ছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
  • Link to this news (আজকাল)