Mamata Banerjee: গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করবে রাজ্য
আজকাল | ১২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রী’র হেল্পলাইনে জমা পড়া আবেদনের ভিত্তিতে এই রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে, হেল্পলাইনে ৪০ হাজার গ্রামীণ রাস্তার আবেদন জমা পড়ে। তার মধ্যে ২৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছে। পথশ্রী প্রকল্পের আওতায় এপর্যন্ত রাজ্যের ২২টি জেলায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। পথশ্রী তিন প্রকল্পের আওতায় ৩ হাজার ৪৭৫ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গেছে। নির্বাচনের কারণে যেসব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি, সেখানে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।