• Nabanna: বাণিজ্যিক গাড়ির পথ কর এককালীন জমা দিলে মিলবে ছাড়, সিদ্ধান্ত রাজ্য সরকারের...
    আজকাল | ১২ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাণিজ্যিক গাড়ির পথ কর এককালীন জমা দিলে মিলবে ছাড়। সিদ্ধান্ত রাজ্য সরকারের। নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, তিন বছরের কর একসঙ্গে দিলে ১৫, পাঁচ বছরের জন্য ৩০ এবং ১৫ বছরের কর একসঙ্গে দিলে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। প্রসঙ্গত, এখন ৬ টন পর্যন্ত ওজনের বাণিজ্যিক গাড়ির জন্য তিন মাস অন্তর কর জমা দিতে হয়। সেটা বাড়িয়ে এক বছর করা হয়েছে।
  • Link to this news (আজকাল)