• প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২ লক্ষ ১০ হাজার কৃষকের অ্যাকাউন্টে ২৯৩ কোটি টাকা দিলেন মমতা
    আনন্দবাজার | ১২ জুন ২০২৪
  • প্রাকৃতিক দুর্যোগের কারণে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে, রাজ্যের এমন ২ লক্ষ ১০ হাজার কৃষককে ২৯৩ কোটি টাকা অর্থসাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার এক্স হ্যান্ডল বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়েছে।

    মুখ্যমন্ত্রী এক্স-বার্তায় লিখেছেন, ‘‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে (কৃষকবন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে ২৯০০ কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও) আমরা আজ থেকে সরাসরি ২৯৩ কোটি টাকা অর্থসাহায্য দেওয়া শুরু করেছি আমাদের ২ লক্ষ ১০ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বর্তমান রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে, আমাদের ‘বাংলা শস্য বিমা’ (বিএসবি) প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থসাহায্য দিচ্ছে।’’

    এর পরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘২০১৯ সালে চালু হওয়ার পর থেকে, ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩১৩৩ কোটি টাকা পৌঁছেছে! জয় বাংলা!’’ প্রসঙ্গত, গত ডিসেম্বরে অতিবৃষ্টি, বন্যা-সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে ক্ষতিপূরণের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী তাঁদের ‘দুয়ারে সরকারে’ (শিবির) দরখাস্ত করার বার্তা দিয়েছিলেন। সেই আবেদন বিবেচনা করেই শুরু হয়েছে অর্থসাহায্য দেওয়ার কাজ।
  • Link to this news (আনন্দবাজার)