• Kuwait: কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৪০, হাসপাতালে ভর্তি অন্তত ৫০ জন ...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কুয়েতের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এতে মৃত্যু হয়েছে ৪০ জনের, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ৫০ জন। কুয়েতের মাঙ্গাফ শহরেে বুধবার স্থানীয় সময় সকাল ৬ টা নাগাদ শ্রমিকদের ঐ আবাসনে আগুন লাগে। ওই আবাসনে বহু ভারতীয় শ্রমিকও ছিলেন। জানা গিয়েছে ৩০-এর বেশি ভারতীয় শ্রমিক অগ্নিকাণ্ডে জখম হয়েছেন। বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কুয়েতে ভারতের রাষ্ট্রদূত, আল আদান হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। ভারতীয় দূতাবাস সবরকম সহায়তা করবে বলে জানিয়েছেন শ্রী জয়শঙ্কর। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর।
  • Link to this news (আজকাল)