• অসুস্থতার কারণে কথা বলার শক্তি হারাচ্ছেন নোয়াম চমস্কি
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভাষাবিদ, সমাজকর্মী নোয়াম চমস্কি গুরুতর অসুস্থ। অসুস্থতার জেরে কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। বর্তমানে তিনি ব্রাজিলে থাকেন। নোয়াম চমস্কির স্ত্রী ভ্যালেরিয়া জানান, তাঁর ৯৫ বছর বয়সী স্বামী সাওপাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, ২০২৩ সালের জুনে নোয়াম চমস্কির স্ট্রোকের পর তাঁরা আমেরিকা থেকে ব্রাজিলে চলে যান। সোমবার ব্রাজিলের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর স্বামীর কথা বলতে অসুবিধা হচ্ছে এবং তাঁর শরীরের ডান দিকের কর্মক্ষমতা কমে গেছে। একজন নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং ফুসফুস বিশেষজ্ঞ তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। তবে নিয়মিত খবর শোনেন নোয়াম। চমস্কি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দীর্ঘদিন ফ্যাকাল্টি সদস্য ছিলেন। ২০১৭ সালে তিনি টাকসনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান কলেজে যোগদান করেন। যেখানে তিনি এখনও ভাষাবিজ্ঞানের প্রফেসর হিসেবে রয়ে গেছেন। 
  • Link to this news (আজকাল)