India vs USA: দল অপরিবর্তিত, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত
আজকাল | ১৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সুপার এইটের টিকিট সংগ্রহের লক্ষ্যে আজ নামবে ভারত। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচ খেলবে ভারত। পিচের চরিত্র নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। বিভিন্ন ম্যাচে ভিন্ন চরিত্র নিচ্ছে উইকেট। তাই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'পাকিস্তান ম্যাচে পিচ কিছুটা ভাল ছিল। উইকেটের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। তবে আয়ারল্যান্ড ম্যাচের থেকে উইকেট কিছুটা উন্নতি করেছে। আমরা জয়ের মোমেন্টাম ধরে রাখতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে আমরা রান করতে পারিনি। কিন্তু বোলাররা আমাদের ব্যর্থতা পুশিয়ে দেয়। দেখা যাক আজকে পিচ কী ভূমিকা নেয়।' ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। উইনিং কম্বিনেশন ভাঙা হচ্ছে না । অন্যদিকে কাঁধের চোটের জন্য নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনাঙ্ক প্যাটেল। আমেরিকার দলে দুটো পরিবর্তন আছে।