• Indian Football: বিতর্কিত গোলের তদন্তের দাবিতে ফিফা, এএফসিকে চিঠি ফেডারেশনের ...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কাতারের বিরুদ্ধে বিতর্কিত গোলে শেষ ভারতের তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল লাইন অতিক্রম করে বেরিয়ে যাওয়া সত্ত্বেও মাঠের বাইরে থেকে বল টেনে আনে কাতারের ফুটবলার। ভারতীয় ফুটবলারদের প্রতিবাদ সত্ত্বেও গোল বাতিল করা হয়নি। এই একটি মুহূর্তই ম্যাচে রং বদলে দেয়। এবার এই বিতর্কিত গোল নিয়ে তদন্তের দাবি করলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ফেডারেশনের চিফ রেফারিং অফিসারের সঙ্গে আলোচনা করে ফিফার টুর্নামেন্ট কোয়ালিফায়ারের প্রধান, রেফারিদের হেড এবং এএফসির প্রতিযোগিতার প্রধানকে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের দাবিতে ম্যাচ কমিশনারকেও চিঠি দেওয়া হবে। কল্যাণ চৌবে বলেন, 'কাতারের কাছে হার ভারতীয় ফুটবলের জন্য খুবই হতাশজনক। জানি খেলায় হার জিত আছে। আমরা সেটা মেনেও নিয়েছি। তবে আমাদের বিরুদ্ধে দুটোর মধ্যে একটা গোল অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে, যার উত্তর পাওয়া যায়নি। আমরা খেলার স্পিরিট এবং নিয়মে বিশ্বাসী। ম্যাচের পর আমাদের চিফ রেফারিং অফিসারের সঙ্গে আলোচনা করে ফিফার কোয়ালিফায়ারের প্রধান, রেফারিদের হেড এবং এএফসির প্রতিযোগিতার প্রধানকে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা ম্যাচ কমিশনারকেও চিঠি পাঠাচ্ছি, রেফারির ভুলটা খতিয়ে দেখার জন্য। আমরা এই বিষয়ে তদন্ত চাই। আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার ক্ষতিপূরণও দাবি করব। আমাদের বিশ্বাস, এই বিষয়ে ফিফা এবং এএফসি সঠিক পদক্ষেপ নেবে।' ফেডারেশনের সভাপতির চিঠিতে কি আদৌ কিছু বদলাবে? আবার কি নতুন করে খেলা হবে ভারত-কাতার ম্যাচ? 
  • Link to this news (আজকাল)