আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরের সম্পত্তি ৩০০ কোটি। আর এই বিপুল সম্পত্তি হাতাতে পুত্রবধূ ভাড়াটে খুনি কে ১ কোটি টাকা দিয়ে খুন করালেন। পুলিশ সূত্রে খবর তেমনটাই। বছর ৮২-এর এক বৃদ্ধের মৃত্যুর তদন্তে নেমে এই তথ্যই উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশ সূত্রের খবর, পুরুষোত্তম পুত্তেওয়ার নামের ওই বৃদ্ধের সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখে ফেরার সময়, একদিন আচমকা মৃত্যু হয় পুরুষোত্তমের। প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। তবে পরে তদন্তে নেমে পুত্রবধূ অর্চনা মণীশ পুত্তেওয়ারের আচরণ দেখে সন্দেহ জাগে। তদন্তে পুলিশ জানতে পারে, শ্বশুরের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই এই দিনে পরিকল্পনা করেছিলেন অর্চনা। এবং পরিকল্পনা একদিনের নয়, বহুদিন ধরে খুনের এবং খুনের পর সেটিকে নিখুঁত ভাবে দুর্ঘটনা বলে প্রমাণ করার পরিকল্পনাও করেছিলেন তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গী ছিলেন, পরিবারের গাড়ির চালকসহ আরও দু' জনের। ঘটনা প্রকাশ্যে আসতেই অর্চনাকে খুনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ, সঙ্গে গাড়ির চালক এবং তাদের সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে।