MOHON MAJHI: ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি
আজকাল | ১৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। তার সঙ্গে আরও দুজনকে ডেপুটি হিসাবে নিযুক্ত করা হল। ডেপুটি হিসাবে কাজ করবেন কে ভি সিং দেও এবং প্রভাতী পরিদা। বুধবার শপথগ্রহন অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট। দেশের এই প্রান্তে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ায় দল অনেকটাই শক্তি পাবে বলে মনে করছে বিজেপির শীর্ষনেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছিলেন খোদ মোহন চরণ মাঝি। ওড়িশাতে বিজেপি এবার ১৪৭ টি আসনের মধ্যে ৭৮ টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বিজেডি পায় ৫১ টি আসন। তাই বিজেপির সরকার গঠন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।