• LocANTS: শিশুদের রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্র 'লকঅ্যান্টস', ব্যবহার শুরুর ভাবনা ভারতেও...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • বিভাস ভট্টাচার্য: এবার ভারতেও ব্যবহার হতে পারে শিশুদের রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্র 'লকঅ্যান্টস'। ইংল্যান্ডে বসবাসকারী এক বঙ্গ সন্তানের তৈরি এই যন্ত্র ইতিমধ্যেই সেদেশে রোগ নির্ণয়ে যথেষ্টই সাড়া ফেলেছে। সাফল্যের গ্রাফের উর্দ্ধগতি দেখে ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত 'রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ'-এর তরফে আধুনিক এই যন্ত্রটি আফ্রিকা, ইউরোপের কয়েকটি দেশে এবং এশিয়ার ভারত ও নেপালে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক এই যন্ত্রটির মাধ্যমে বহুদূরে কোনও হাসপাতালে বসে একজন চিকিৎসক তাঁর রোগীকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে পারবেন। এককথায় বড় ডাক্তারবাবু পৌঁছে যাবেন দূরবর্তী কোনও হাসপাতালে। যন্ত্রটির আবিষ্কর্তা আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তনী ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অরুণাভ ধর জানিয়েছেন, যন্ত্রটির দুটি অংশ রয়েছে। যার 'মনিটর' থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এবং অপর অংশটি থাকবে দূরবর্তী হাসপাতালে রোগীর কাছে। ওই অংশে আছে একটি স্পিকার ও একটি ক্যামেরা। ডা. অরুণাভ ধর বলেন, 'এতটাই নিখুঁত এই যন্ত্র যে এর সাহায্যে রোগীর ইকো কার্ডিয়োগ্রাফি'র রিপোর্টও প্রয়োজনে দেখে নেওয়া যাবে। দেখা যাবে চোখের ভেতরে সুক্ষ্ম অংশ। এককথায়, রোগীকে সামনে পেয়ে একজন চিকিৎসক যেভাবে পরীক্ষা করে দেখতে পারেন এই যন্ত্রের সাহায্যেও ঠিক একইভাবে দেখে নেওয়া সম্ভব।' এই যন্ত্রের আবিষ্কারে ডা. অরুণাভ ধর ছাড়াও আছেন চিকিৎসক ডাঃ সুসান ব্রোষ্টার এবং আরেক বঙ্গ সন্তান প্রযুক্তিবিদ রণদীপ চ্যাটার্জি। যন্ত্র তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮তে। শেষ হয়েছে ২০২১ সালে। ২০২২ সালে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। যন্ত্রটিকে আরও উন্নত বা 'সেকেন্ড জেনারেশন' তৈরির কাজ চলছে বলে তিনি জানান।
  • Link to this news (আজকাল)