• বাংলাদেশে পাচার করতে গিয়ে ১২ কেজি রুপো সহ পুলিশের হাতে ধৃত ১
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপো পাচার করতে গিয়ে মঙ্গলবার রাতে জলঙ্গী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত এই ব্যক্তির নাম জয়নাল শেখ (৪০)। তার বাড়ি জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায়। জলঙ্গী থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন- 'মঙ্গলবার রাতে আমরা খবর পাই জয়নাল শেখ নামে ওই ব্যক্তি রানাঘাট থেকে বিপুল পরিমাণ রুপো নিয়ে জলঙ্গীতে আসছে। জয়নাল যে গাড়ি করে জলঙ্গীতে আসছিল সেটিকে সাহেবরামপুরের কাছে আটকে জয়নালকে তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ রুপো।' পুলিশের ওই আধিকারিক জানান -রুপো পাচারের জন্য জয়নাল একটি বিশেষ ধরনের কাপড়ের বেল্ট তৈরি করেছিল। বেল্টটিকে কোমরে বেঁধে তার মধ্যে রুপোর বল রেখে সে পাচার করার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে- স্থানীয় কয়েকজন পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে জয়নাল এই রুপো বাংলাদেশের পাচার করার পরিকল্পনা করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে বর্তমানে ভারতের বাজারে তুলনায় বাংলাদেশের বাজারে রুপোর দাম বহু গুণ বেশি। সেই সুযোগ নিয়ে ভারতীয় কিছু পাচারকারী বেশ কিছুদিন ধরে ভারত থেকে বাংলাদেশে প্রচুর রুপো পাচার করছেন। ধৃত ব্যক্তির সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার তাকে আদালতে পেশ করছে জলঙ্গী থানার পুলিশ। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)