আজকাল ওয়েবডেস্ক: বুধবার সল্ট লেকের এক হাসপাতালে রেখা চ্যাটার্জির জীবনাবসান হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপ -এর কো চেয়ারপার্সন সদ্যোপ্রয়াত মৌ রায়চৌধুরীর মা। রেখা চ্যাটার্জি রেখে গেছেন পুত্র সুমন্ত চ্যাটার্জি, কন্যা মহুয়া গুপ্ত, পুত্রবধূ রেশমী কুন্ডু চ্যাটার্জি, জামাতা সত্যম রায়চৌধুরী ও ভাস্কর গুপ্ত এবং নাতি নাতনীদের। মধুর স্বভাব ও সেবামূলক কাজের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বুধবার সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।